টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ শুক্রবার ১ অক্টোবর বিশ্ব প্রবীণ নাগরিক দিবস। এদিন ওয়েলফেয়ার সোসাইটি সিনিয়ার সিটিজেন্স এন্ড রিটায়ার্ড সমিতির পক্ষ থেকে বিশ্ব প্রবীণ নাগরিক দিবস পালন করা হলো বর্ধমানের রবীন্দ্র ভবনে। এই রবীন্দ্র ভবনে এদিন উপস্থিত হয় শহরের ৪০০ প্রবীণ নাগরীক। এদিন প্রবীন নাগরিক প্রবীণ ভট্টাচার্য জানান গতবছর করোনা আবহে এই অনুষ্ঠানটি করা সম্ভব হয়ে ওঠেনি ।তাই এবছর করা হলো। তিনি আরও বলেন এর মধ্যে দিয়ে প্রবীণ নাগরিকদের যে সন্মান যে অধিকার সেটা যেন সুপ্রতিষ্ঠিত হয় সে বিষয়ে বিশেষ আলোচনা করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ধমান দক্ষিনের বিধায়ক খোকন দাস।
Check Also
মৎস্য চাষ নিয়ে ৩ দিনের প্রশিক্ষণ শিবির মন্তেশ্বরে
জ্যোতির্ময় মণ্ডল, মন্তেশ্বরঃ মন্তেশ্বর ও মেমারি দু’নম্বর ব্লকের প্রায় ৩০ জন মৎস্য চাষীকে নিয়ে প্রশিক্ষণ …