Breaking News

মা দুর্গার ৯ রূপের পূজা

 

     বিশ্বজিৎ বিশ্বাস, নদীয়াঃ মা দুর্গার নয়টি রূপের প্রতিমা তৈরি করে নবদুর্গা রূপে দুর্গা পূজার আয়োজন করলেন নদীয়ার নবদ্বীপ ব্লকের চরমাজদিয়া বাজার পুরাতন পোস্ট অফিস পাড়া বারোয়ারী কমিটির সদস্যরা। হিন্দু শাস্ত্র মতে পুরান বা প্রাচীনতম ধর্ম গ্রন্থে মাতৃরূপের ভিন্ন নামে যে নয়টি রূপের উল্লেখ রয়েছে সাধারণত সেইসব মাতৃরূপেণ কথা অনেকের কাছে আজও অজানা রয়েছে। মূলত সেই কারনে মা দুর্গার প্রতিটি রূপ সর্বসাধারণের মধ্যে তুলে ধরার জন্যেই তাঁরা এই অভিনব উদ্যোগ নিয়েছেন বলে জানিয়েছেন চরমাজদিয়া বাজার পুরাতন পোস্ট অফিস পাড়া বারোয়ারী কমিটির সদস্যরা। 

   পূজা মণ্ডপে আলাদা আলাদাভাবে মায়ের নটি রূপের প্রতিমা তৈরি করে নবদুর্গা রূপে এবার তারা মায়ের আরাধনা করছেন বলেও জানিয়েছেন পূজা উদ্যোক্তারা। এমনকি নবদুর্গা প্রতিমা দর্শন করতে পার্শ্ববর্তী বিভিন্ন গ্রাম থেকেও উৎসাহী দর্শনার্থীরা ছুটে আসছেন তাদের মণ্ডপে বলেও এইদিন দাবি করেন বারোয়ারি কমিটির সদস্যরা। পাশাপাশি মা দুর্গার এই রূপের পূজা শুধুমাত্র কলকাতায় ছাড়া সেই অর্থে অন্য কোথাও করা হয় না বলেও দাবি তাদের।

About Burdwan Today

Check Also

প্যামড়া সৎসঙ্গ আশ্রমে শ্রীশ্রী ঠাকুর অনুকূলচন্দ্র স্মরণ শুভ নববর্ষ মহোৎসব

টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ পূর্ব বর্ধমানের বর্ধমান দু’নম্বর ব্লকের প্যামড়া সৎসঙ্গ আশ্রমে পরমপ্রেমায় শ্রীশ্রী ঠাকুর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *