টুডে নিউজ সার্ভিস, কালনাঃ সড়ক দুর্ঘটনায় আহত হলেন গাড়ির চালক সহ চার জন পরিযায়ী শ্রমিক। ঘটনাটি ঘটে শনিবার রাত দশটা নাগাদ কালনা মহাকুমা হাসপাতালে নিকট এস টি কে কে সড়কে। কালনা থানার নসিপুর গ্রাম থেকে ৪ জন পরিযায়ী শ্রমিক একটি মারুতি ভ্যানে রওনা দেন বর্ধমানের উদ্দেশ্যে। সেখান থেকে ট্রেন ধরে গুজরাটের রাজকোটে যাচ্ছিলেন সোনা-রুপার কাজ করতে। কিন্তু কালনা হাসপাতালের কাছে অপর দিক থেকে আসা একটি তেলের ট্রাঙ্কারের সঙ্গে তাদের মারুতি ভ্যানটির সামনাসামনি সংঘর্ষ ঘটে। এতে মারুতি ভ্যান দুমড়ে- মুচড়ে আটকে পড়েন চালকসহ চারজন পরিযায়ী শ্রমিক। এলাকার মানুষ ছুটে গিয়ে তাদের উদ্ধার করে কালনা মহকুমা হাসপাতালে নিয়ে যান।
দুইজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হলেও চালকসহ দুইজন পরিযায়ী শ্রমিক গুরুতর আহত হন। অবস্থার অবনতি হলে চালক রাজ শেখর চট্টোপাধ্যায় এবং দুই পরিযায়ী শ্রমিক নাজিরুল মোল্লা ও মিজানুর মোল্লাকে বর্ধমান মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়।
Social