নিখিল কর্মকার, নদীয়াঃ বিদ্যুৎ দপ্তরের দুই ইঞ্জিনিয়ারকে বেআইনিভাবে সাসপেনশন লেটার দিয়েছে পশ্চিমবঙ্গ বিদ্যুৎ পর্ষদ। সে ইঞ্জিনিয়ারকে পুনরায় কাজে নিয়োগের দাবি তুলে নদীয়া জেলা বিদ্যুৎ দপ্তরের সামনে বিক্ষোভ দেখালেন বিদ্যুৎ দপ্তরে ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েশন। তাদের দাবি সম্পূর্ণ অনৈতিকভাবে এবং মনগড়া একটি রিপোর্ট তৈরি করে নদীয়া জেলার ২ বিদ্যুৎ দপ্তরে ইঞ্জিনিয়ারকে উদ্দেশ্য প্রণোদিতভাবে সাসপেন্ড করা হয়েছে। তাদের দাবি অনৈতিকভাবে মনগড়া একটি রিপোর্ট তৈরি করে তাদেরকে ফাঁসানো হয়েছে। অবিলম্বে পর্ষদের এই সিদ্ধান্ত বাতিল করতে হবে।
এই দাবি তুলে এদিন বিদ্যুৎ দপ্তরের সামনে বিক্ষোভ দেখায় জেলা বিদ্যুৎ ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েশন। আগামীদিনের তাদের দাবি না মানলে, রাজ্য সংগঠনের সঙ্গে কথা বলে বড়োসড়ো আন্দোলনের পথে নামার হুঁশিয়ারি দিয়েছেন তারা। যদিও এ বিষয়ে বিদ্যুৎ পরিষদের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
Social