শ্রাবনী ঘোষ, কালনাঃ ফের কালনায় মানবিক মুখ দেখালো কালনা সুপার স্পেশালিটি হাসপাতালের অস্থায়ী দাররক্ষীরা, প্রায় গভীর রাতে অ্যাম্বুলেন্স চাপিয়ে করোনা আক্রান্ত বৃদ্ধ স্বামীকে কালনা সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসেন, অসুস্থ বৃদ্ধর উপসর্গ দেখে জরুরি বিভাগের সামনে নামিয়ে চম্পট দেয় অ্যাম্বুলেন্স চালক, অসহায় করোনা আক্রান্ত বৃদ্ধকে জীবনের ঝুঁকি নিয়ে এই হাসপাতালের অস্থায়ী দুই দাররক্ষী প্রশান্ত ঘোষ ও সায়ন দাস পিপিই কিট ছাড়াই তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে, মুখে শুধু একটাই মাস্ক, নেই হাতে কোন গ্লাভস, করোনা ভাইরাসের হাত থেকে বাঁচতে পরনে নেই অত্যাধুনিক পিপিই কিট ও অন্যান্য সামগ্রী। কিন্তু এই দুই অস্থায়ী দাররক্ষীর মানবিকতা থাকায় করোনা আক্রান্ত বৃদ্ধকে হাসপাতালের সব রকমের পরিষেবা দিয়ে নজির গড়লেন প্রশান্ত ও সায়ন। কোন রকম ভাবে জরুরি বিভাগে অসহায় বৃদ্ধ ও বৃদ্ধাকে ফেলে রেখে চম্পট দেয় অ্যাম্বুলেন্স চালক, গভীর রাত নামার মুখেই চিকিৎসা করতে এসে করোনা আক্রান্ত বৃদ্ধ স্বামীকে নিয়ে বৃদ্ধা সম্পর্ণ একা বোধ করেন , কারোর কোন সহযোগিতা না পেয়ে হতাশ হয়ে পড়েন, তখনি অস্থায়ী এই দুই দাররক্ষী তাদের সামনে এগিয়ে এসে সহযোগিতার হাত বাড়িয়ে দেন, দুই দ্বাররক্ষীর এই মানবিকতা দেখানোয় প্রমান আজও ভালো মানুষ আমাদের সমাজে আছে।
Social