টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ নেই আড়ম্বর। কোভিড বিধি মেনেই রবিবার সকাল থেকে দিকে দিকে পালিত হল রবীন্দ্রনাথ ঠাকুর ১৬০তম জন্মজয়ন্তী। অন্যান্য বছর বর্ধমান শহরের বিভিন্ন জায়গায় বা রাস্তায় জাঁকজমক করে রবি ঠাকুরের জন্মদিন পালনের আয়োজন করা হয়।কিন্তু এবার সব কিছুই করা হচ্ছে সরকারি নির্দেশিকা মেনে। কারণ, কোভিড সংক্রমণের গ্রাফ যে উদ্ধমুখী।
তাই এদিন পূর্ব বর্ধমান জেলা পরিষদের সামনে রবি ঠাকুরের মূর্তিতে মাল্যদানের মধ্যে শ্রদ্ধা ও প্রণাম জানানো হয়। কবির মূর্তিতে মাল্যদান করেন জেলা পরিষদের সভাধিপতি তথা রায়নার বিধায়িকা শম্পা ধাড়া ও সহসভাধিপতি দেবু টুডু সহ আরও অনেকে।
Social