দেবজিৎ দও বাঁকুড়াঃ কথা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রতি বছর দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের ট্যাব কেনার টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দেবে।গতবছর প্রায় ৯ লাখ পড়ুয়া ট্যাব কেনার টাকা পেয়েছিল। এবার ৮ লাখ ৯৪ হাজার পড়ুয়া ট্যাবের টাকা পাবে। ইতিমধ্যেই পড়ুয়াদের অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করেছে। বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের রাজখামার হাইস্কুলের এক ছাত্র বলে, কোনোদিন ভাবিনি যে আমার হাতে ট্যাব থাকবে। কারণ আমরা অসহায় গরীব পরিবারের। যা উপার্জন করে তা দিয়েই কোনো মতে সংসার চলে যায়। আমার এই স্বপ্ন পূরণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাই আমাদের মতো পড়ুয়াদের পাশে থাকার জন্য। রাজখামার হাইস্কুলের আর এক ছাত্রী দূর্বা নন্দী বলে, ট্যাবের টাকা পেয়ে খুবই আনন্দিত। ছাত্রীটি আরও বলেন, নবম শ্রেণীতে সাইকেল পেয়েছি, এখন পেলাম ট্যাবের টাকা। আমি খুব খুব খুশি।
রাজখামার হাইস্কুলের প্রধান শিক্ষক লক্ষীকান্ত মজুমদার বলেন, আমাদের স্কুলে প্রায় সমস্ত ছাত্র ছাত্রীদের অ্যাকাউন্টে টাকা ঢুকছে। এই স্কুলে ১৬৩ জন ছাত্র-ছাত্রী এই সুবিধা পাবে।
Social