টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ করোনার দ্বিতীয় ঢেউয়ে সাধারন মানুষ অতিষ্ট হয়ে পরেছে। সেইমতো পূর্ব জেলার গোটা জেলাজুড়ে করোনা সংক্রমণ বেড়েই চলেছে। রবিবার স্বাস্থ্যদপ্তরের রিপোর্ট অনুযায়ী করোনা সংক্রমনের হার ছিলো ৫৪৭জন মৃতের সংখ্যা ছিলো ৫জন ।পূর্ব বর্ধমান জেলায় প্রতিদিনই বাড়ছে করোনা সংক্রমন। সেইজন্য জেলা পুলিশের পক্ষ থেকে মাস্ক ও স্যানিটাইজার বিতরণ করা হয় এদিন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার কামনাশীষ সেন, অতিরিক্ত পুলিশ সুপার কল্যান সিনহা রায়, ডি এস পি হেডকোয়ার্টার সৌভিক পাত্র, বর্ধমান থানার আইসি পিন্টু সাহা সহ অনান্য পুলিশ আধিকারিকরা ।