চিত্রঃ সোশ্যাল মিডিয়া থেকে সংগৃহীত |
আশীষ ঘোষ, বর্ধমানঃ বুধবার একুশে জুলাই ভার্চুয়াল সভায় পূর্ব বর্ধমানের জামালপুর যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জামালপুর গুহ মার্কেটে যুব তৃণমূল কার্যালয়ের সামনে এই ভার্চুয়াল সভা দেখার জন্য জয়েন্ট স্কিনের ব্যবস্থা করা হয়।
উপস্থিত ছিলেন অলক কুমার মাঝি জামালপুর ব্লক (এম.এল.এ), মেহেমুদ খান (ব্লক সভাপতি), মিঠু মাঝি (জেলা পরিষদের মেম্বার) ও অন্যান্য নেতা ও নেতৃবৃন্দরা। এছাড়াও এদিন বিজেপি থেকে তৃণমূলে প্রায় দেড় হাজার আদিবাসী ও অন্যান্য সম্প্রদায়ের মানুষজন তৃণমূলে যোগদান করেন। সর্বশেষে প্রত্যেক হাতে একটি করে চারাগাছ তুলে দেয়া হয়।
Social