দেবজিৎ দত্ত, বাঁকুড়াঃ রাত ভোর অবিরাম বৃষ্টির ফলে বিঘার পর বিঘা ধান জমি জলের তলায়। এর ফলে কয়েশো বিঘার ফসল নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। করোনা পরিস্থিতিতে খেটে খাওয়া অনেক চাষী কাজ হারিয়েছেন। নিম্নচাপের বৃষ্টিতে বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের করিশুন্ডা অঞ্চল এলাকার ফতেপুর, জয়নগর, সাঁপুড়া, তেঁতুল মুড়ি সহ অন্যান্য গ্রামের বিঘার পর বিঘা জমির ফসল নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে ।
বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের করিশুন্ডা অঞ্চলের ফতেপুর গ্রামের চাষীরা বলেন, ধান রোয়ার সাথে সাথে সব শেষ হয়ে গেল। ঋণ নিয়ে জমি চাষ করেছিলাম। এরপর কিভাবে সংসার চলবে বুঝতে পারছি না। সরকার আমাদের পাশে না দাঁড়ালে আমরা শেষ হয়ে যাব।
Social