রাহুল রায়, কাটোয়াঃ পূর্ব বর্ধমান জেলার কাটোয়া পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের পঞ্চবটি পাড়ার বাসিন্দা কল্যানী মাঝি রাজ্য স্তরের প্রতিযোগিতার পর এবার সর্বভারতীয় স্তরের প্রতিযোগিতায় সুযোগ পেল। ১৮-২৩ ফেব্রুয়ারি মধ্যপ্রদেশে পান্না স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সর্বভারতীয় স্তরের পাওয়ার লিফটিং প্রতিযোগিতা। সেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে কল্যানী। কিন্তু প্রতিযোগিতায় যোগ দেয়ার নিয়ে আর্থিক অনিশ্চয়তায় ভুগছেন বলে দাবি কল্যানীর। মায়ের সামান্য পেনশনের সংসার খরচ চালিয়ে খেলাধুলা চালিয়ে যাওয়া খুবই কষ্টকর। এরই মাঝে সর্বভারতীয় স্তরের প্রতিযোগিতায় সুযোগ পেল  কল্যানী। 

পূর্ব বর্ধমান স্পোর্টস এন্ড ফিজিকালচার অ্যাসোসিয়েশনের সম্পাদক সমর দাস জানান, কল্যানী মাঝি সর্বভারতীয় স্তরের প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারে তার জন্য আমরা সমস্ত রকম ভাবে চেষ্টা করছি। তার সর্বভারতীয় স্তরের প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য খুশি এলাকার মানুষেরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here