রবিশঙ্কর ঘোষ, বীরভূমঃ বীরভূম জেলার বোলপুর সংলগ্ন পাপুড়ি গ্রামে রক্তদানের যে মহৎ কর্মসূচির আয়োজন করা হয়েছিল এককথায় ঐতিহাসিক নজির সৃষ্টি করল। 

শহীদ সাজু মেমোরিয়াল ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে গত ২৩ অক্টোবর থেকে ৩১ অক্টোবর এই ৮ দিনের মেগা রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। 

এই রক্তদান শিবিরে সর্বমোট ১ হাজার ৮ শত ৩০ ইউনিট স্বেচ্ছায় রক্তদাতাদের রক্ত সংগ্রহ করে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ জেলার- বহরমপুর মেডিকেল কলেজ, বীরভূম জেলার-বোলপুর, সিউড়ি ও রামপুরহাট ব্লাড ব্যাংক গুলিকে রক্ত প্রদান করা হয়।

এই মেগা রক্তদান শিবিরের সমাপ্তি লগ্নে উপস্থিত ছিলেন বীরভূম জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক- ড. হিমাদ্রি আড়ি, শহীদ পরিবারের সন্তান কেতুগ্রাম বিধানসভার বিধায়ক- শেখ শাওনেওয়াজ, নানুর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক সৌভিক ঘোষাল, শহীদ পরিবারের সন্তান উক্ত শিবিরের মুখ্য আয়োজক বিশিষ্ট সমাজসেবী তথা জননেতা কাজল সেখ, বীরভূম ডিস্ট্রিক্ট ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের কর্মকর্তাগণ সহ শহীদ পরিবারের সদস্যগণ এবং “সর্বধর্ম সমন্বয়ে” প্রায় কয়েক হাজার মানুষের সমাগমে এই মেঘা রক্তদান শিবিরকে প্রাণবন্ত করে তোলে। এই রক্তদান, জীবন দানকে “পাথেয়” করে মিলিত এবং যৌথ উদ্যোগের ‘মুখ্য’ উদ্দেশ্য ছিল রক্তের অভাবে যেন কোনো মানুষ প্রাণ না হারান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here