রাহুল রায়, কাটোয়াঃ পূর্ব বর্ধমান জেলার কাটোয়ার ছেলে-মেয়ে ভিন রাজ্যে গিয়ে সর্বভারতীয় স্তরের ক্রীড়া প্রতিযোগিতায় সাফল্য অর্জন করল। বুধবার কল্যানী মাঝি, রত্মদীপ দেবনাথ ও অনিক ব্যানার্জী-কে সংবর্ধনা দেয় কাটোয়ার মানুষেরা।

গত ১৮-২০ ফেব্রুয়ারি মধ্যপ্রদেশের পান্না জেলার মহারাজ স্টেডিয়ামে সর্বভারতীয় স্তরের ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করে কাটোয়ার ২ ছাত্র ও ১ মহিলা। সর্বভারতীয় স্তরের পাওয়ার লিফটিং প্রতিযোগিতায় প্রথম হল কাটোয়া পৌরসভার ১৪নম্বর ওয়ার্ডের পঞ্চবটী পাড়ার বাসিন্দার কল্যানী মাঝি। কল্যানী মাঝি সর্বভারতীয় স্তরের পাওয়ার লিফটিং প্রতিযোগিতায় প্রথম হয়ে স্বর্ণপদক পায়। সর্বভারতীয় স্তরের ৫০০০ মিটার দৌড় প্রতিযোগিতায় প্রথম হয় কাটোয়ার পানুহাট এলাকার বাসিন্দার রত্মদীপ দেবনাথ। রত্মদীপ দেবনাথ সর্বভারতীয় স্তরের ৫০০০ মিটার দৌড় প্রতিযোগিতায় প্রথম হয়ে স্বর্ণপদক পায়। সর্বভারতীয় স্তরের শট পাট প্রতিযোগিতায় দ্বিতীয় হয় কাটোয়ার আঁতুহাট পাড়ার বাসিন্দার অনিক ব্যানার্জী। অনিক ব্যানার্জী সর্বভারতীয় স্তরের শট পাট প্রতিযোগিতায় দ্বিতীয় হয়ে রুপোর পদক পায়। 

বাংলার কোচ সমর দাসের সহযোগিতায় সর্বভারতীয় স্তরের প্রতিযোগিতায় অংশগ্রহণ করার সুযোগ পেয়েছিল কাটোয়ার ছেলে-মেয়ে। কাটোয়ার ছেলে-মেয়ে সর্বভারতীয় স্তরের প্রতিযোগিতায় সাফল্য পাওয়াতে খুশি এলাকার মানুষেরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here