সেখ সামসুদ্দিন, মেমারিঃ পূর্ব বর্ধমান জেলা প্রথম ডিভিশন ফুটবল লীগ ২০২৩ মেমারি পৌরসভার আয়োজনে মেমারি স্টেডিয়ামে সূচনা করেন অতিরিক্ত জেলাশাসক সুপ্রিয় অধিকারী। উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জিলা পরিষদ মেন্টর উজ্জ্বল প্রামানিক জেলা পরিষদ কর্মাধ্যক্ষ উত্তম সেনগুপ্ত জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সেক্রেটারি সহকর্মকর্তা কর্মকর্তাগণ মেমারি পৌরসভার চেয়ারম্যান স্বপন বিষয়ী, ভাইস চেয়ারম্যান সুপ্রিয় সামন্ত সহ কাউন্সিলরবৃন্দ, প্রাক্তন বর্ষীয়ান ফুটবল খেলোয়াড়গণ ও এলাকার ক্রীড়ামোদী দর্শকবৃন্দ। এই লীগে ৮টি দল যথাক্রমে তরুণ স্পোর্টিং ক্লাব, জয়যাত্রী সংঘ রসুলপুর, কালীতলা অ্যাথলেটিক ক্লাব, জাতীয় সংঘ, চৌরঙ্গী ক্লাব, সেন্টার অফ ইয়ং সোসাইটি, বিওআইএমএ এবং রতন স্মৃতি সংঘ অংশগ্রহণ করে।

রবিবার ১৬ জুলাই থেকে শুরু হয়ে এই লীগ চলবে ১০ সেপ্টেম্বর ২০২৩ পর্যন্ত। তরুণ স্পোর্টিং ক্লাব বনাম জয়যাত্রী সংঘ রসুলপুর পরস্পরের প্রতিদ্বন্দ্বিতায় ২-১ গোলে জয়ী হয় তরুণ স্পোর্টিং ক্লাব। প্রতিটা খেলা দুপুর আড়াইটা থেকে দুই অর্ধে ৩৫ মিনিট করে ৭০ মিনিটের খেলা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here